আলোকময় করো হে বিধাতা মোর অন্তকরণ
আমি যেন স্মরি তোমায় দিবা-রাত্রি সারাক্ষণ,
জ্ঞান আমায় দাওগো লিখতে তোমার মহিমা
শক্তি দাও যেন বুঝতে পারি তোমার গরিমা।


ভুল-ভ্রান্তি আছে যত মোর জীবন চলার পথে
মুছে দাও সব প্রভু চালাও কোরান-সুন্নাহ মতে,
অন্ধকারের যাত্রি আমি দাওগো আলোর দিশা
তোমার করুণায় করবো দূর সকল অমানিশা।


নিজেকে আমি চিনতে চাই দাওগো মোরে প্রজ্ঞা
জীবন যেন গড়তে পারি মেনে তোমার অনুজ্ঞা,
আমার আমিকে চিনেছে যে জন ধরনীর পরে
কৃতজ্ঞ চিত্তে সঁপেছে সে নিজেকে তোমার তরে।