উঠো হে মুসলমান হয়েছে মসজিদে আযান
শুনো শাশ্বত কল্যাণের ঐ চিরন্তন আহবান,
ঘুমের চেয়ে নামাজ উত্তম ডাকছে মুয়াজ্জিন
প্রভুর তরে সিজদায় লুটিয়ে পড় হে মুমিন।


নামাজের চাইতে প্রশান্তিকর নেই আর কিছু
ভালো কাজে অভিশপ্ত শয়তান থাকে পিছু,
আযান হলে ছেড়ে দাও জাগতিক সব কাজ
মসজিদ পানে ছুটে চলো ছেড়ে পাপের রাজ!


ফজর, যোহর, আছর, মাগরিব আর এশা
নিয়মিত পড়লে পাবেন সফল পথের দিশা,
প্রভু প্রেমে শয্যা তাগে যদি পড় তাহাজ্জুদ
বান্দার ডাকে দিবেন সাড়া আল্লাহ মা’বুদ।


ঐশী প্রেমের সূরে বিমোহিত নামাজীর মন
আধ্যাত্মিক সমীরণে আত্মায় জাগে অনুরণন,
নিবিষ্টচিত্তে যদি করো সিজদা প্রভুর তরে
পরম শান্তি আর তৃপ্ততায় হৃদয় যাবে ভরে।
##