মনে পড়ে শৈশবের বেহিসেবি সময়
কৈশোরের দূরন্ত দস্যিপনা,
মনে পড়ে মনের ক্যাম্পাসে আঁকা
নিস্কলুষ শত আলপনা!


মনে পড়ে ডাংগুলি, লাঠিম খেলা
সন্ধ্যায় বাড়ি ফেরা,
মনে পড়ে লুকোচুরি আর কানামাছি
মধুর স্মৃতিতে ঘেরা।


মনে পড়ে নদীতে সাঁতার কাটা
ঢেউয়ের তালে নাচা,
টিকা দেয়ার ভয়ে স্কুল পালানো
হাঁপ ছেড়ে বাঁচা।


মনে পড়ে ধানকাটা খোলা মাঠে
ঘুড়ি উড়ানোর কথা,
মনে পড়ে বালুচরে খেলতে গিয়ে
পায়ে লাগা ব্যাথা।


মনে পড়ে বৃষ্টিভেজা সেই বিকেল
বন্ধুদের সাথে ঘুরাঘুরি,
মনে পড়ে প্রিয় কর্ণফুলীর তীরে
আড্ডায় কথার ফুলঝুড়ি।


মনে পড়ে চাঁদনি রাতের শোভা
শিশির ভেজা দূর্বাঘাস,
মনে পড়ে সলতে জ্বলা গৃহকোণে
দুখিনী মায়ের বাস!


হারিয়ে গেল সেই শৈশব আমার
হারালাম চটুল কৈশোর,
যৌবন রথে ছুটছি তীব্র বেগে
মিলাতে জীবনকাব্যের সুর!


যৌবনের যবনিকায় যবে যাব প্রৌঢ়ত্বে
হবে সংকীর্ণ খেলাঘর,
গন্তব্যের বিছানায় সমর্পিত হব আমি
ডুববে প্রত্যাশার চর!
##