সৃষ্টিকুলের সেরা করে পাঠালেন মানব এই ভবে
বর্ণ, গোত্র আর জাতিতে অনেক বিচিত্র করে,
ভাষা-সংস্কৃতি, আকার-আকৃতির ধরন দেখি বিস্ময়ে
কত মনোরম সাজালেন ধরণী প্রিয় সৃষ্টির তরে।


জীবন দিলেন যিনি তিনিই দিলেন জীবনের উপকরণ
দান করলেন আলো-বাতাস দিয়েছেন উত্তম গড়ন,
স্রষ্টার অহর্নিশ অনুগ্রহে চলছে নিখিল এই ভুবন
তবু কেন দিবানিশি করিনা সেই রবের স্মরণ।


কতই দূর্বল অবয়ব মোদের কত সসীম আত্মজ্ঞান,
কেন তবে দাম্ভিকতা কীসের তরে এত অহংকার!
বিত্ত-বৈভব আর আভিজাত্য নয়তো মাপকাটি উৎকৃষ্টতার
আল্লাহভীতি হলো জীবনের প্রকৃত ও শ্রেষ্ঠতম অলংকার।


ক্ষণিকের ক্ষমতা, ঐশ্বর্যে হারিয়ে ফেলি হিতাহিত জ্ঞান
মনেকরি আমিই সেরা ভূবণ মাঝে বাকি সব তুচ্ছ,
নির্বোধ এই মানসিকতা ভুলিয়ে রাখে মুনিবের নির্দেশ
হৃদয় যার আল্লাহর স্মরণে মত্ত মর্যাদা তার সুউচ্চ।
##