সুশোভিত উদার আকাশ আর উৎকৃষ্ট সমতল ভূমি
সমূদ্রের তরঙ্গায়িত জলরাশি কোথায় পেয়েছ তুমি?
নয়নাভিরাম উদ্ভিদরাজি আর বিচিত্র স্বাদের ফলন
চিন্তাশীলদের জন্য রয়েছে এসবে বিশেষ নিদর্শন।


জপি যখন তোমার তাছবিহ কৃতজ্ঞতায় ভরে মন
তোমর স্মরণ বিহীন না কাটে যেন একটিও ক্ষণ।
যেখানে যাই, যেদিকে তাকাই দেখি তুমি জগৎময়
সুবহানাল্লাহ! সৃষ্টির পরতে পরতে তোমারই বিস্ময়।


বান্দা তোমার করি শত পাপ, তবু করি নত শির
তুমিই একমাত্র স্রষ্টা, তুমিই রব এই বিশ্ব ধরিত্রীর।
নান্দনিক অবয়বে সৃজিলে মানব, সৃষ্টির সেরা করে
দিয়েছ বেঁচে থাকার সকল নিয়ামক তরে তরে।


জগৎ মাঝে যত নিয়ামত সবি তোমারই দান
অবারিত তোমার অনুগ্রহ হে আল্লাহ মহান।
নিত্য করছি গ্রহণ তোমারই নিয়ামত অফুরান
অধম আমি কীভাবে গাইব তোমার মহিমা গান।
##