আমি আজ জেনে গেছি,
আজ থেকে সে আর আমার নয়,
সে যে নিশ্চুপ নিরালায় একাকি
চুপিসারে বকুলের সাথে কথা কয়।।


সে যে গোধুলি লগনে
একাকি আনমনে বসে ভাবে তাকে,
আমি আজ নির্বাসিত
তার মনের আঙিনা থেকে।


সে যে  মাঝ রাতে
জ্যোৎস্না কে গায়ে মেখে,
চাঁদের সাথে করে মন বিনিময়,
সে যে চুপিসারে এখনো বকুলের সাথে কথা কয়!!!


আমি ঘোর অমানিশায়
এখনো খুঁজি ফিরি কাকে??
প্রবোধ মানে না মন,
জানি, কেউ আসবে না, কেউ ডাকবে না
আলোকবর্তিকা হাতে!!!


হাত তার অন্যের হাতে বন্ধি
স্বপ্নের শপথের করে সন্ধি,
মিছে আমি আলো ভেবে আলেয়ায়
কেন বারেবারে পা বাড়ায়??
সে যে চুপিসারে বকুলের সাথে কথা কয়!!!


আমি আজ জেনে গেছি,
আজ থেকে সে আর আমার নয়,
সে যে নিশ্চুপ নিরালায় একাকি
চুপিসারে বকুলের সাথে কথা কয়।।