স্থবির ! প্রাণ নেই কোথাও !
হাটে, মাঠে , ঘাটে কোথাও নেই আগের সেই কর্মচঞ্চলতা ,
শহরের অলিতে গলিতে কিছু উৎসুক মানুষ , তবে নেই আগের মত ব্যস্ততা ।


এখন লকডাউন নামের ভিন্ন ধাঁচের নাটক চলছে
ঘরে থাকুন, নিরাপদে থাকুন , বিজ্ঞ জনেরা বলছে ,
কিন্তু ! হাড়ি তে যার চাল নেই, চুলোই যাদের উনুন জ্বলে না ,
তাদের ও কি নেই ক্ষুধার তাড়না ??


বৈমাত্রেয় আচরণ আজ সর্বত্র ,
একই দেশমাতার সন্তান মোরা
তবু , কেউ থাকছে রাজার হালে ,
আর কেউ খাটছে আগাগোড়া ।