থমথমে চারপাশ , বৈরী বাতাস বইছে আশপাশ
নিঃশ্বাসে বিষ নিচ্ছি প্রতিটা পলে,
কৃতজ্ঞতা স্রষ্টার কাছে , এখনো বেঁচে আছি বলে ।


সুখ নেই , নেই স্বস্তি , শান্তি গিয়েছে পরপার
আছে  সেই কি মানসিক যন্ত্রনা ,
আছে শুধু চারিদিকে একরাশ  হাহাকার ।


পেঠে ভাত নেই , বাহিরে কাজ নেই ,
চোখে নিদ্ নেই, এই যেন এক আস্ত দোযখখানা ,
এর কি শেষ নেই? যার নাম করোনা !!


বেঁচে আছি বাহিরে সবে , ভিতরে মরেছি কবে !
আতংকিত মন ভাবে সারাক্ষন ,
কি হবে, কি হবে ?


প্রকৃতির কি হেয়ালীপনা !
ধনী গরিব কিছুই মানে না ,
দাঁড়িয়েছে এসে সবাই একই কাতারে ,
বিত্ত, বৈভব মূল্যহীন সব,
ভিতরে সবার এক ,পার্থক্য কেবল বাহিরে ।


বিজ্ঞান ফেল , ফেল বিশ্বের অর্থনীতি
বাড়ছে মৃত্যুর মিছিল , বাড়ছে সংক্রমণ
ছড়াচ্ছে করোনা ভীতি ।