ধরিত্রী আজ বিষাদে ভারাক্রান্ত
বিপন্নতা ঘিরে আছে তাকে আষ্টেপিষ্টে ।
নিষ্ঠুরতা,প্রতিহিংসা,আত্মপ্রতিষ্ঠার অপচেষ্টা আজ সবর্ত্র ।


তাই তো সে চায় আজ পরিশুদ্ধ হতে
ঝেড়ে ফেলতে চায় সব বিষন্নতা ,
মুছে ফেলতে চায় সব গ্লানিমাখা কদর্য দাগ
সে যে চায় আজ নিষ্কৃতি, চায় পাপ মুক্তি।


পরিছন্ন নীলাকাশে আবার ভেসে বেড়াবে শুভ্র মেঘের ভেলা
নীল জলরাশিতে  গাংচিল করবে খেলা
আগামীর শিশু পাবে অনাবিল পৃথিবী ।