কামনার আগুনে পুড়ছে কেবলি
ভালোবাসাটুকু, ঐ যা নৈব নৈব চ।
এই যুগে,মনের দখল বেজায় সহজ
দেহ!! সে তো ভালোবাসার নৈবেদ্য।


চোখে মুখে নানান প্রমিজের ফুলঝুড়ি,
চলনে বলনে লোক দেখানো রঙের বাহার,
সাদা-কালো  কিছু  ঠেকে না মাথায়
আশ্বাসে বিশ্বাসে মিথ্যা আর ছলনার সমাহার।


দিন যায়, ক্ষণ যায়
ভুল বুঝাবুঝি, মন কষাকষি শুধুই বাড়ে,
বিশ্বাসে বিষ ছড়িয়ে একদা
তথাকথিত ভালোবাসা,  
আশাহীন আর ভাষাহীন হয়ে মরে।


অন লাইনে কিংবা অফ লাইনে
প্রেমের নামে চলে হরদম দেওয়া নেওয়ার খেলা, যত্রতত্র।
এই যুগে, সকালে গড়ে প্রেম, আবার ভাংগে দুপুরে।
জোড়া লাগে বিকাল বেলা, তবে অন্যত্র।


এই যুগের প্রেমের শুরু
ফল ইন লাভ স্ট্যাটাসে,
একালের প্রেমের পরিসমাপ্তি ও
সোস্যাল সাইটে  লাইভে এসে।।