আষাঢ়ের ঘন কালো মেঘ তুমি
শ্রাবনের অজোর ধারা ,
প্রতিটা মুহূর্ত আজ একযুগ মনে হয়
প্রিয়তমা!  তোমাকে ছাড়া ।


আষাঢ়ের রিমঝিম অভিরাম বৃষ্টির মতো ,
আমি তোমাকে ভালোবেসেছিলাম
ভালোবাসি আজো অবিরত ।


তুমিও ভালোবেসেছিলে ,
শ্রাবনের ভারী বর্ষণের মতো ,
ক্ষণিক বিদ্যুৎ চমকানোর মতো ,
আমার মনের ঘরে তুমিও একদিন
প্রাণ খোলা হাসি হেসেছিলে ।


আমি তোমায় ভালোবেসেছিলাম ,,
ঠিক যেমনটি তুমি ভালোবাসতে
পূর্ণিমা রাত...
ধবধবে রুপালি জ্যোস্না..
বৃষ্টিতে ভেজা ..
আমি তোমাকে আজো ভালোবাসি ,
তোমাকে আমার ভুবনের অনবদ্য সৌন্দর্য মনে করে ।


আমি তোমায় আজো ভালোবাসি ,
শীতের সকালে প্রতিটি পত্রপল্লবে জমে থাকা শিশির বিন্দু কে ছুঁয়ে,
আমি তোমাকে অনুভব করি ।


প্রিয়তমা !
আমার বুকের বাঁ পাশে হাত রাখলে ,
আমি তোমার উপস্থিতি পরিষ্কার বুঝতে পারি ,
তুমি আমার হাত ধর,
শক্ত করে ধরে রাখ...।
তুমি আমার মনের গহীনে ছুঁয়ে যাও,
আমার প্রতিটি লোমকূপ শিহরিত হয় ,
তুমি যে আজো আমার সম্পূর্ণ সত্তা জুড়ে বিরাজমান ।


প্রিয়তমা !
কেন আমার ভালোবাসার ভুবনে আজ চৈত্রের কাকফাটা রৌদ্দুর ?
কেন চলে গেলে তুমি আমায় ছেড়ে সে কোন অচিনপুর ?
কেন তুমি আমার ভুবনে এসেছিলে  ?
বর্ষার বিদ্যুৎ চমকানোর মতো , বজ্রপাতের মতো
আমায় নিঃশেষ করে কেন চলে গেলে ?


প্রিয়......তমা !!!!
আমার আজ প্রতিটা প্রিয় মুহূর্ত  তমসাচ্ছন্ন ,
আঁধারে হারিয়ে গেছে আমার প্রিয় সব স্মৃতি ,
তোমাকে পাওয়ার জন্য আমি এখনো ভাঙতে পারি
কুসংস্কারাচ্ছন্ন সমাজের সব রীতিনীতি ।