কথা ছিল !
অনন্তকাল ধরে মোরা থাকবো একসাথে
সুখে কিংবা দুঃখে ,
আজ তুমি হয়েছো পর
দিয়ে গেছো একরাশ যন্ত্রনা আমার বুকে ।


কথা ছিল!
হাঁটব দুজনা অনাদিকাল
হাতে হাত রেখে ,
সেই হাত তুমি দিয়েছো ছেড়ে
দুজনার পথ গিয়েছে বেঁকে ।


অনন্ত যাত্রায় আজ আমি একা
বিবর্ণ আমার স্বপ্ন দেখা ,
দোয়াঁশা আমার যত  কল্পনা
অগোছালো আমার ভাবনা,
নিয়ে যাচ্ছে আমায় দূরে
বাতাসের সুরে সুরে ।


কথা ছিল !
হবো দুজনা স্বপ্নের সাগরে
একই নায়ের মাঝি ,
আজ তুমি ছেড়ে দিয়েছো হাল
ছিঁড়ে গেছে আমার স্বপ্নের পাল
সেই ছেঁড়া পালে লাগে না হাওয়া
হলো না আমার স্বপ্নের দেশে যাওয়া
তোমার সাথে !!!
আজ আমি দিক ভ্রান্ত
ছুটছি এলোমেলো ।


এখন আমার পথের পরে পথ এসে দাঁড়ায়
নিজেকে আমি অমানুষের ভিড়ে হারায়,
তুমি আজ দূর থেকে দেখে মুচকি হাসো ,
আর ভাবছো ,
গেলো আমার সব গেলো!!
কথা ছিল !
এমনটিই  হওয়ার কথা ছিল ........