মনের মাঝে যেন নাড়ছে কড়া কেউ
স্মৃতির নদীতে উপচে পড়ে ঢেউ।
উড়িয়ে দিয়ে স্মৃতির চাদর,
জড়িয়ে করব আদর,
মানে কি মন দূর পরবাসে?


সে যেন শুধু আসে
মেঘের পালকে ভেসে
শূন্যে হাত বাড়িয়ে
দেখছি তাকে ছুঁয়ে
ধরা দিবে কি সে উষ্ণ ভালোবেসে.....?


ধরতে পারলে তারে
রাখব হৃদয়ের অন্তরালে
দেখব সাঁঝ সকালে
মনের জানালা খুলে
সে যেন শুধু মিষ্টি হাসে.....!


জমতে দেব না ধুলো
জানালার কাচ গুলোয়
মুচব ময়লা যত
সরিয়ে রাখব ক্ষত
দেখব স্বপ্ন শত,
থাকবে কি পাশে সে???
ধরা দেবে কি সে উষ্ণ ভালোবেসে???