তোমার রূপেতে আমি হয়েছিলাম মুগ্ধ
গুনে হয়েছি তিক্ত ।
তোমার হাসিতে আমার হেসেছে বাহির
ভিতর টা হয়েছে অশ্রুসিক্ত ।


ভরা গাঙ্গে তুমি এনেছিলে বান
খরা কে করেছিলে আরো রুক্ষ ।
ফেটে খান খান আমার হৃদয় জমিন
তবু নেই কোন আজ দুঃখ ।


কষ্ট বলে কিছু নেই আমার
প্রকৃতি টেনেছে নতুন পথে ।
বিস্মৃত সব নষ্ট কাল
জীবন উঠেছে নতুন উৎসবে মেতে ।


চাওয়া পাওয়ার হিসেবে
বদল এসেছে অনেক খানি ।
দিগন্ত জোড়া স্বপ্ন আমার
সাজায় নতুন পসরা আনি ।


বিধাতা তাহার  লিখনি
লিখেছে আপন হাতে ।
খন্ডে বলে সেই সাধ্য
আছে কার হিম্মতে ?