বুক ভরা স্বপ্ন নিয়ে, নেমেছিলাম পথে
পথের শেষে পথ ঠেকেছে,
সেই পথ, শেষ হয় না কোন মতে,
তারপর, পথের নেশায় বুদ হয়ে
অনেক পথ দিয়ে পাড়ি,
অবশেষে সেই পথের সাথে আড়ি,
ফিরব না বাড়ি
তাই, সুদূরে যাচ্ছি হারিয়ে।


হারিয়ে যেতে যেতে
খরস্রোতা নদীতে,
ডুবিয়েছি পা,
ভিজিয়েছি গা,
হাত পা ছেড়ে সঁপেছি নিজেকে,
যাক নিয়ে যাক ভাসিয়ে।


ভেসে যেতে যেতে
ধরেছি খড়কুটো
যা পেয়েছি সামনে,
বাঁচার আকুতি বেড়েছে
মৃত্যুকে আলিঙ্গনে।


আলিঙ্গন!
পাহাড় যেমন শীতল আলিঙ্গনে জড়িয়ে রাখে ঝর্ণাকে,
মুক্তা লুকায় যেমন ঝিনুকের বুকে  ,
মেঘমালায় জড়িয়ে থাকে যেমন শ্রাবণ ধারা,
তেমনি, তোমার উদার আলিঙ্গনে আমি হয়েছি পাগলপারা।


ওগো বধু!
এ কি মধুর আলিঙ্গনে আমাই জড়িয়েছ তুমি!
স্বপ্ন গুলো পেয়েছে প্রাণ নতুন করে,
জীবন্ত হয়ে উঠেছে নিরাশার ঝড়ে ভেঙে যাওয়া সব ইচ্ছারা।
ঠিক নতুন কুঁড়ির মত,
শুকিয়েছে ছিল যত মিথ্যা ক্ষত।


এখন আমি বাঁচতে চাই,
জীর্ণ শীর্ণ স্বপ্ন গুলোকে চাই মেরামত করতে,
চাই দুমুঠোয় ভরতে।
এখন আমি হারাতে চাই স্বপ্নের পথে পথে।