শূন্য থেকে পূর্ণ হয়
পূর্ণ থেকে শুন্য,
গোলক ধাঁধাঁয় পড়ে মনে
জাগে হাজার প্রশ্ন।


অস্ত যদি যাবেই তবে
উদয় কেন হয়?
মৃত্যু যদি চরম সত্য
জন্ম তবে কেন নয়!


দিনের পরে রাত আসে
রাতে পূর্ণ শশী হাসে,
সেই শশী কেন আবার যায় হারিয়ে
নিকষ কালো অমাবস্যে?


ধনী-গরীব,উঁচু - নিচু
নয় কেন সব এক সমান?
মাথার উপর বিরাজ করে
সবারই তো এক আসমান!


উত্তরে সব বলবে আমাই
ভাই, সবকিছু তার লীলাখেলা,
এখানেই ও বৈষম্য দেখি!
কেউ থাকছে রাজার হালে,
কারো আবার নুন আনতে যায় বেলা।