কখনো কখনো ভাবি তুমি তো নেই ,
তোমার স্মৃতি গুলো কে মনের গহীনে পুষে কি আর হবে !!
আবার মনে হয়,
তোমার স্মৃতি গুলোই যে আমার একমাত্র অবলম্বন ।


স্মৃতিগুলো যে আমাকে নিঃসঙ্গ মুহূর্তে সঙ্গ দেয়,
এরাই যে আমাকে তোমার অনুপস্থিতিতে ,
তোমার উপস্থিতির অস্তিত্ব অনুভবে সাহায্য করে ।
তোমার দেওয়া সব অপমান আর কষ্ট ওরাই  যে ভুলতে দেয় না ,
বার বার মনে করিয়ে দিয়ে বলে,
কেন হেরে যাবে তুমি?
বেঁচে থাকার আদিম প্রবৃত্তি  গুলোকে ওরাই যে  আমার মনে বারবার জাগিয়ে তোলে।
আমার অস্তিত্বের বিলুপ্তির পথে ওরাই যে বাঁধা হয়ে দাঁড়ায় ।


আমার যদি কোন পিছুটান না থাকতো ,
তাহলে  হয় তো বলতুম ,
তোমার সকল স্মৃতি গুলোকে প্রজ্জলিত আগুনে নিক্ষেপ করে ,
আমি আমার ভালবাসা কে তোমার সুখ ও স্বাচ্ছন্দের  জন্য উৎসর্গ করলাম ।
আর আসব না .... তোমাকে জ্বালাতে , তোমার শান্তি নষ্ট করতে ,
এই নশ্বর পৃথিবীতে ।।