স্বাধীনতা হল
মুক্ত বিহঙ্গের মত
ডানা মেলে আকাশে উড়া,
স্বাধীনতা হল
বাবা মার সাথে ছুটির দিনে
পার্কে, বীচে ঘুরা ।


স্বাধীনতা হল
বাবার বকুনি , মায়ের আঁচলের
শান্তি সুখের ছোঁয়া.
স্বাধীনতা হল
দীপ্ত শপথে পথ  চলা
আর অন্যায়ে মাথা না নোয়া ।


পরাধীনতার শৃঙ্খল ভেঙে
এনে দিয়েছিল যারা স্বাধীনতা ,
ইতিহাসের পাতায় পাতায়
লিখা থাকবে তাহাদের বিজয় গাঁথা ।


কত রক্ত, কত ত্যাগের বিনিময়ে
পেয়েছিলাম স্বাধিনতা সেদিন,
স্মৃতিতে মোদের , গর্বে মোদের
চির জাগ্রত  তাদের ঋন।  


তাদের ত্যাগের মান রাখিতে
আমরা লক্ষ্যে অবিচল,
গড়ব স্বদেশ, জানবে বিশ্ব
তবেই পাব স্বাধীনতার ফল।