সখী এই কেমন ভালবাসা ?
দু'চোখ জুড়ে যখন নিদ্রা নামে
ঘুমের ঘোরে আমি তোমায় দেখি ,
যাকে তোমরা বল 'স্বপন'
যা চির অবাস্তব অথবা নিয়তি ।


কিন্তু প্রভাতের  রক্তিম সূর্য উঁকি মারে যখন
আমার মনের জানালা ধরে ,
তখন ও তো আমি তোমায় দেখি ।
আমার মনের বন্দরে , এই তো তুমি ভালবাসার তরী ভিড়ালে,


তাকে তুমি কি বলবে ?
জেগে জেগে আকাশ কুসুম ভাবা,
বামন হয়ে চাঁদের পানে হাত বাড়ানো ,
তাই না??


এই কোন মোহাবিষ্টে আমাকে জড়ালে
একি ভালবাসার অতিমাত্রায় কাছে পাওয়ার ব্যাকুলতা !!
এতো দূরে থেকেও কেন আমায়
মিথ্যের ছলনায় জড়ানোর
এই বিদ্রুপাত্মক আমন্ত্রণ ?


=======সাধন=============