অপেক্ষা কার বেশি—মৃত্যুর, না তোর?
কে প্রথম নেমে আসে—সন্ধ্যা, না ভোর?
ভোর যদি দেবদূত... সন্ধ্যাটা যম
পরকালে দেখা হবে—ভোরের কসম
কসম পাখির ডাকে, কসম নদীর
মৃত্যুর পরও বেধে নেয়া যায় নীড়
নীড় ছেড়ে উড়ে যাওয়া পাখিদের গ্রামে
দেখা হয়ে যেতে পারে পোঁকাদের নামে
নামের বানানে কেউ বড় হয় কভু?
আমার নামটা তুমি মুছে দিও, প্রভু
কে কার ভক্ত বেশি—প্রভু নাকি দাস
চিতা আর হরিণের দৌড়ের বাহাস
বাহাস ডেভিল আর বাহাস গডের
সন্ধ্যারই মতো ভোর নেমে আসে ফের
নামে আর উঠে যায় মৃত্যুর দূত
জন্মের সহোদরা জীবের মউত।