একটি চিঠি লিখছি আমি
মুক্ত আকাশ পানে
পড়বে যেজন বুঝবে সেজন
সেই চিঠিটার মানে
সবুজ শ্যামল রূপে যে তার
মন কাড়া এক বঙ্গ
ভীষণ রকম ভালো লাগে
দিতে তারে সঙ্গ
সঙ্গ দিতে গিয়েই জানি
সে সঙ্গীটির কথা
জন্ম নিতে পেয়ে ছিলো
অনেক বড়ো ব্যথা
শ্রাবণ ধারায় ঝরে ছিলো
তার নয়নে পানি
ঝরেছিলো লক্ষ জীবন
আর সম্ভ্রম খানি
বহু ত্যাগে কেনা বলেই
শীতল যে তার ছায়া
সবার থেকে তাহার প্রতি
তাই তো রাখি মায়া।