জগৎ মাঝে যারা রোজ-ই রং তামাশায় মাতে
অভাব যাদের এক টুকুও নাই মাছে কিংবা ভাতে
এক টাকাতে একশো টাকা সদা করে খরচ
টাকা যেনও গাছের পাতা এক টুকুও নাই দরদ


কাছেই যে তার অন্য জনের পেঠেতে নাই কিছু
জীবনটা তার কানামাছি লাগে জীবন নিচু
মন থাকলেও অর্থাভাবে সয়ে যে যায় সব-ই
দিন দুপুরেও আধার দেখে যদিও গগনে রবি


ধনী গরীব এই যে খেলা যুগ যুগান্তর ধরে
ধনী শুধু উপর উঠে গরীব নিচেই পড়ে
আজ অবধি এমন নিয়ম চলতে থাকার জেরে
বোধ বদলে অভাব দিও একটু ধনীর ঘরে।