সেই যে কবে এসে ভবে
করলে জীবন শুরু
তখন থেকে যাচ্ছে সময়
যায়নি কিন্তু পুরো


না গেলে ও অনেক সময়
পার হয়েছে ঠিকই
শুধু হিসাব রাখলি না তুই
কাজ করেছিস কি কি


খুব মজেছিস আনন্দেতে
নিত্য নতুন সাঁজে
সব করেছিস নিখুঁত ভাবে
বসলি না তুই কাজে


কাজকে দূরে রাখলি শুধু
করলি মোহের পূজা
যার কারণে আজ হয়েছে
জীবন যে তোর বোঝা


বোঝার ভারে নুইয়ে পড়ে
বুঝলি যখন মানে
তখন ওকি চলবি রে তুই
কাজ ছাড়া জীবনে।