আচ্ছা বাবা বলবে আমায় বলবে একটি কথা
এতো সুন্দর এই দুনিয়ায় কেনো এমন প্রথা
কেন বাবা অয়ন-তোয়া দালান কোঠায় থাকে
বৃষ্টি এলেই পড়ে পানি তোমার চালের ফাঁকে?


রং বেরঙের পোশাক পরে যায় বেড়াতে ওরা
আমরা পরি ছেঁড়া কাপড়- এমন কপালপোড়া
তিনবেলাতে পাই না খেতে একটু ভালো খানা
কিন্তু ওরা খায় প্রতিদিন  মিষ্টি দুধের ছানা।


জানো তুমি জানো বাবা, হয়তো জানো না যে
আনন্দিত দিন যে ওরা কাটায় সুখের মাঝে
ওদের মতো সামান্য সুখ আমরা পাবো নাকি?
দুঃস্বপ্নে জীবন কাটাই, স্বপ্ন নিয়েই থাকি।


তোমার ঘরে টানাপড়েন, অভাব চিরসাথী
আমরা কাঁদি- ওদের ঘরে সুখের মাতামাতি।
এই বিভাজন বদলে দিতে হচ্ছি আমি বড়
বাবা তুমি আর কিছুদিন একটু সবুর করো।