মুক্ত স্বাধীন দেশের মাঝে লোকটি হবে কবে
দেশের তরে দশের তরে পাগল পারা রবে
আবেগে নয় বিবেক দিয়ে ফেলবে কদম তার
জ্ঞানে গুনে ভরাট থাকবে জীবন উঠান যার


সেই জ্ঞানেরই প্রয়োগ করে গড়বে তাহার জীবন
যে জীবনের সুফল পাবে দেশের সকল জন
নিজকে গঠন করার পরে রাখবে দেশের মান
মন্দ গুলো নিপাত করে গাইবে জয়ের গান


প্রতি ইঞ্চি মাটির প্রতি থাকবে তাহার মায়া
কাজে কর্মে উঠবে ফোটে দেশ দরদীর ছায়া
অসাধ্য সব করবে সাধন ভেঙে দ্বিধার তালা
সত্য ন্যায়ের বিজয় এনে মিটবে মনের জ্বালা


যে জ্বালাতেই জ্বলে পুড়ে স্বাধীন হল দেশ
অভাব শুধু  দেখবে কবে এমন বীরের বেশ
সেই বীর যে কবে হবে গড়তে দেশের মাটি
যার জন্মে-ই দেশটি হবে সোনা ফলা ঘাঁটি।