স্বাধীন হলো দেশটি আমার দিন যে বহু গেলো
দিনে দিনে রাজা রানী কতো যে বদলালো।
সবার মুখে একই বুলি দেশ গঠনে সেরা
স্বাধীনতার মূল চেতনায় জীবন তাদের ঘেরা।
সেই চেতনার মন্ত্র দিয়েই চালায় দেশের গুটি
বলে স্বদেশ ঝাকানাকা নেই যে কাটাকাটি।
বলতে গিয়ে বলার মাঝে বলে ষোলো আনা
বাস্তবে তার বিশাল ফারাক বলছে যেনো কানা।
সেই কানারা নয় তো কানা কানার রূপে থাকে
আখের গোছায় লেবাস ধরে ঘাপটি মেরে ফাঁকে।
এসব দেখে অবাক কবি ভেবে দিশেহারা
কবে জানি গুছবে এসব সাঁজবে দেশের পাড়া।