বাবা
অদৃশ্য আমি
======
বাবা মানে যার দরুন আমার এ ধরায় আশা ,
বাবা মানে যার কাঁদে চরে গোটা বিশ্বটাকে জয় করা ।
বাবা মানে ভুল পথে নয় , সত্যের পথে চলবে ।
বাবা মানে শীতের রাত্রে যার বুকে একটু উষ্ণতা খুঁজি ।
বাবা মানে যার ঘামে দেখি জীবনের প্রতিচ্ছবি ।
বাবা মানে যাকে দেখে শ্রদ্ধায় মাথা নত হওয়া ,
বাবা মানে আমি অন্যায় করলে বাবা আমার পুলিশ ।
বাবা মানে বাবা , আমার অভিভাবক ।
বাবা মানে সে যে কাজ ই করুক , সে আমার জন্ম দাতা ।
বাবা মানে যার দরুন আমার এ ধরায় আশা ,
বাবা মানে বিপদ আসলে , এক গগন শান্ত না ।
বাবা মানে সাহস , বাবা মানে প্রেরণা ।
বাবা মানে শ্রদ্ধা অফুরান ভালোবাসা ।
বাবা মানে যার দরুন আমার এ ধরায় আশা ,