মহান সেই প্রভু
অদৃশ্য আমি
-----------


কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান কেউ বিধাতা ,
আমি মুসলিম বলে বলি তুমি হলে আল্লাহ ;
সেই প্রভু মহান যে বিচার দিনের রহমান ।
তুমি আল্লাহ অতুলনীয় !
তুমিই এক মাত্র প্রভু অদ্বিতীয় -
যে অনঅস্তিত্ব থেকে অস্তিত্বের রূপ দিয়েছো এ ধরণীর ।
কি দয়াময় কারিগর তুমি প্রভু !
তুমি মহা শূন্যের গগনে গঠন করেছো অগণিত তারা ,
এতো অগণিত তারার মাঝে আছে একটি অসামান্য চাঁদ ।
যবে আমি চাঁদের পানে তাকাই অত:পর চাঁদ কে উপলব্ধি করতে পারি ।
আমি বুঝতে পারি তুমি চাঁদ কে কত মনোহর করে গড়েছো ,
প্রকৃতির দিকে দৃষ্টি দিলে আরো ও দেখতে পাই ;
তোমার সৃষ্টি অপরূপ পাহাড় গুলি ।
দেখতে পাই পাহাড়ের উপর থেকে কি ভাবে ঝর্না গড়িয়ে পরে ।
শুনতে পাই পাহাড়ী ঝর্ণার কান্না কত সুন্দর !
সত্যিই তুমি সুন্দর আল্লাহ ,
তুমিই প্রভু মহান ঈশ্বর ।