এমন এক শব্দ
অদৃশ্য আমি
======

ভালবাসা এমন এক শব্দ ,
যে শব্দ কারো তরে স্বর্গের অনুভূতির ন্যায় !
তথা কারো কাছে এই ভালবাসার শব্দ চরম ঘৃণিত ,
ভালবাসায় থাকে যদি শুধু আবেগ !
বিবেক হীন ভালবাসা মানুষকে ,
একাকীত্ব এর মত কুঁড়ে কুঁড়ে খায় ।
তুমি ভাবছো তোমার প্রিয় মানুষ টি ,
তুমি হতে কোনো দিন দূরে সরে যাবে না ।
এ তোমার মিছে আবেগ ছাড়া আর কিছুই নয় ।