বাস্তবতা নিয়ে কথা
অদৃশ্য আমি
======
এই কথাটা সত্য যে রাগী ছেলেরা অনেক বেশি দুর্বল হয় , দুর্বল হয় তার ভালোবাসার মানুষের কাছে ।
এই ছেলে গুলোর সকল দুর্বলতা শুধু ভালোবাসার মানুষদের ঘিরেই ।
ওরা ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে ,
কিন্তু বোঝাতে পারে না তার অনুভূতিগুলো ।
ভালবাসতে পারে অনেক ! অনেক কিন্তু সেই তুলনায় প্রকাশ টা খুবই কম ।
মনের কথাটা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসার মানুষের কাছে গিয়ে ,
কষ্ট গুলো নিজের মধ্যে ঢুকিয়ে রাখে , হাসি মুখের আড়ালে ।
রাগী ছেলেগুলো খুব সংসারী হয় , বৌ কে সংসার টাকে কিভাবে ধরে রাখতে হবে তারা তা জানে ,
প্রয়োজনে ভালোবাসার মানুষের বিপদে ডালের মতো নিজেকে সঁপে দেয় ওরা ।
যে কোনো ছোট ঘটনায় রাগী ছেলেগুলো অনেক রাগারাগি করে ,
কিন্তু বড় ঘটনা গুলোতে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ।
যে কোন কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নেয় ঠিকই ।
কিন্তু তুচ্ছ,ছোট্ট ঘটনায় খুব বেশি আবেগ প্রবণ হয়ে পড়ে ।
বড্ড অভিমানী হয় রাগী ঐ ছেলেগুলো ,
ওরা চায় তাদের অভিমান গুলো ভাঙ্গানোর দায়িত্ব টা ভালোবাসার মানুষ টা নিক ,
আলতো ছোঁয়ায় সব কষ্ট দূর করে দিক ।
মানুষটার সকল সময় শুধু তার জন্যই হোক ।
এই ছেলেগুলো ভালোবাসার মানুষের প্রতি অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে ,
তারা বারবার পৃষ্ঠ হয় ঐ ভালোবাসার মানুষ ধারা ।
তবুও ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট নিয়ে তাদের কেই আগলে ধরে বাঁচতে চায় ।
কিন্তু আত্ম সম্মানে আঘাত করলে , তারা কেউ কেই ছাড় দেয় না । সে যেই হক না কেন ।
রাগি ছেলেদের অভিমানের আড়ালে , ভালোবাসা ই বেশি লুকিয়ে থাকে ,
এদের সকল সময় শুধু ভালবাসার মানুষের জন্যই হয় ।
যা বুঝার ক্ষমতা সবার হয়না ।