তুমি প্রভু মহান
অদৃশ্য আমি
======


তুমি প্রভু মহান ,
মহিমাময় তুমি আল্লাহ ;
মহান প্রভু , এ বিশ্ব জগতে যা অকৃত্রিম-
সবই তোমার সৃষ্টি !
প্রভু তুমি চাইলে আকাশ হতে দাও বৃষ্টি ,
তোমার সৃষ্টি এ ধরণীর চারপাশ ,
দেখতে কি মিষ্টি ।
ওগো মহান প্রভু তুমি আসমান হতে বৃষ্টির পানি দাও ,
তুমি জমিন হতে দাও শস্য !
পানিতে আছে কত প্রকার মৎস্য  ।
এই ভূমে রয়েছে যত পাহাড় , রয়েছে পর্বত , রয়েছে ঝর্ণা ধারা
চন্দ্র , সূর্য -গ্রহ , তারা
দেখে জুড়ায় মন , আমি পাগল পারা !
অথচ আরো ঘটে- কিছু আজব কাণ্ড ,
এ ভুবন মাঝে হয় ভূমিকম্প , সাইক্লোন
কাল বৈশাখী র আকস্মিক ঘূর্ণি পাক -
সবই হয় আমার মহান প্রভুর তোমার ইশারায় ,
যা আমাদের কর্মের মূল্যে কেনা ।