পথকে তোমার এতই ভয় !
এক পা দিতেই পিছিয়ে পড় ।
আলোর ভয়ে দিন-রাত্রী,
অন্ধকারেই বসত গড়।


এক সিঁড়িতেই পা ভিজল,
তাতেই তোমার ডোবার ভয়!
ভীরু তুমি জানলে কভু,
জলেই হৃদয় শীতল হয়?


এক চিলতে মেঘ দেখলেই,
ভুলতে বস সূর্যোদয়।
সূর্য দেখে ভাব বুঝি,
তোমার সবই ভস্ম হয় ।


তোমার তরে জগত মানা
নিষেধটারে আঁকড়ে থাক,
ভ্রান্ত মনে পাথর ভেবে,
জলের বুকে ছবি আঁক ।