এক কাপ চায়ে -
জেগে ওঠে ফেলে আসা স্বপ্নরাশি।
এক কাপ চায়ে-
প্রাণ পেয়ে জাগে কত সুপ্ত হাসি।


ঝড় ছিল মনে –
কালো মেঘে ঢেকে ছিল আকাশের বুক,
ঝড় ছিল বনে-
সব পাখি গান ভুলে ছিল শত যুগ।


এক কাপ চায়ে –
মেঘ কেটে আকাশের বুক হল নীল
এক কাপ চায়ে –
ঝড়ে ভেজা পাখি সব গায় অনাবিল ।


এক কাপ চায়ে দেখ মৃত প্রাণও হাসে,
থেমে থাকা, মরে থাকা সব প্রাণে ভাসে।


১৮/৬/২০১৫