শুষ্ক জলে স্নান হলেও
শান্ত হয় না বুক,
বৃষ্টি শুধু ভেজায় নাকো
ঝলসেও দেয় মুখ।


জলের শুধু জলই থাকে,
শ্রান্তি অন্য হাতে।
বৃষ্টি শুধু ঝড়তে জানে,
শীতল হইনি তাতে।


বৃষ্টি ও জল শীতল পরশ
পায় যে তাহার কাছে,
চৈত্র খরায় বরফ পাহাড়
সঞ্চিত যার আছে।


২৮/৭/২০১৫