এইতো সেদিন পাশাপাশি বসে
তুমি আর আমি
শুকনো ডাল ভাঙ্গতে ভাঙ্গতে
সাজিয়েছি কত না কথার মালা,
অথচ আজ সবই স্মৃতি ।


গতকালও তুমি ছিলে পাশে
অথচ আজ বহুদূর
চাইলেই কথা বলতে পারিনা
চাইলেই ছুঁতে পারিনা
চাইলেই চোখে চোখ রাখতে পারিনা।


আজ পূর্ণিমার ঐ চাঁদের মাঝে
আমি খুঁজে ফিরছি
তোমার অপরূপ মুখাবয়ব খানি।


কিন্তু, কোথায় তুমি?
মনে পড়ে কি আমায়?


কখনও শত্রুর মত
কখনও বন্ধুর মত


যখন যেভাবে আমাকে প্রয়োজন
নিদ্বির্ধায় সেভাবেই খুঁজে নিও
এতটুকু লজ্জিত  হয়োনা ।