একদিন, হাঁটতে হাঁটতে
অনেক দূর যেতে হবে
কথা ছিলো এমনটাই-


তুমি নীল রঙের শাড়ি পরে
গলায়  সাদা কিছু একটা
হাতে নীল রঙের চুড়ি
পায়ে হালকা চটি।


সেদিন বিকেলে,
আকাশে তুলোর মত মেঘ
ভেসে বেড়াবে এখানে সেখানে,


তুমি আর আমি হাঁটতে হাঁটতে
একটু থেমে
কোন এক চায়ের দোকানে
চা খেতে খেতে
কথার মালায় হারাবো দু'জনে।


আর তুমি সাদা কাপটায়
চুমুক দিয়ে বলবে
বাহ! অসাধারণ চা টা, তাই না?


আর তোমার স্বচ্ছ চোখের মাঝে
খুঁজব কিছু অবাক হয়ে
আর তোমার  চুড়ির রিনিঝিনি
ঘোর ভাঙ্গাবে আমার
খুব আদুরে গলায় বলবে, চলো।


তারপর তোমার হাত ধরে
হাঁটতে হাঁটতে
আরও বেশ খানিকটা এগিয়ে
গ্রামের মেঠো পথ ধরে-


বসব কোন এক বটের ছায়ে
এরপর,
তোমার চোখের গভীরে তাকিয়ে
কথা বলতে বলতে
হারিয়ে যাবো কোন এক অজানায়।


এরপর নামবে সন্ধ্যা
রাতের অন্ধকার গ্রাস করবে চারপাশ
আর পূর্ণিমার চাঁদ
আলোর বন্যায় ভাসিয়ে বলবে
আমিও আছি তোমাদের সাথে ।


সেই রাতে,
চারদিকে শুনশান নিস্তব্ধতায়
শন শন শব্দে বইবে বাতাস
হিমেল পরশ বুলাবে গায়
আর অনেক দুর থেকে
ভেসে আসবে
বাঁশির অজানা সুর।