দোতলার সেই বেলকনিতে
চেয়ারকে সাথী করে
গালে হাত দিয়ে,
বিষন্নতাকে আঁকড়ে ধরে
ভাবছিলে না জানি কার কথা?
আমি ঠিক সেই সময়ে,
মগ্ন হয়ে হাঁটতে হাঁটতে
হঠাৎ তাকালাম তোমার পানে,
দেখলাম তুমি শান্ত দৃষ্টিতে
কোন এক অজানায় হারিয়ে।
তারপর, একটু থমকে দাঁড়িয়ে
আমিও পা বাড়ালাম
নিঃশব্দ প্রহরের শেষে
সেই অজানায়।
যেখানে তুমি আছ আমার জন্য।
তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়।
তুমি আছ আমাতে
আমি আছি তোমাতে
তবুও যেন বহু দুর।