আহারে জীবন! আহারে বেঁচে থাকা!
জীবনটা যেন ক্যালেন্ডারের একেকটা পাতা।
দিনের পর দিন, মাসের পর মাস করে পার,
ক্যালেন্ডারের পাতাগুলো যেমন হয়ে যায় সাবাড়;
জীবনটাও যে কখন হতে চলেছে নিঃশেষ,
রাখি না খোঁজ, দুনিয়ার মোহে মেতে আছি বেশ।


নিজের জন্যই বাঁচি সবাই, নিজেকে নিয়েই মাতি
অপরের ভালো কেউ করি না, পারলে করি ক্ষতি।
ক্ষমতার দাপটে টাকার গরমে, ধরাকে করি সরাজ্ঞান,
ক্ষমতা-টাকা ক্ষণস্থায়ী বুঝতে চাই না এ বাণী চিরন্তন।
প্রেমের ফাঁকি, সমাজের ধোকা আরও কত রঙ্গ
করে দেয় জীবন নাট্যের অনেক অঙ্কই ভঙ্গ।
তবুও জীবন যায় বয়ে যায় মহাকালের টানে,
নদী যেমন বয়ে চলে নিরবধি মোহনার পানে।
কী পেলাম, কী পেলাম না, হিসেব কষি রোজ,
জীবনের প্রকৃত অর্থের করি না কেউ খোঁজ।
এটা তো নইরে জীবন, নইরে বেঁচে থাকা,
এটা স্বার্থপরতার চাদোয়ায় মনুষ্যত্বকে ঢাকা।


এসো পেরোও বাইশ গজের জীবনটা একবার
চলো, একবার খুঁজে দেখি প্রকৃত অর্থ জীবনটার।
মানুষ মোরা, নই তো পশু, নই তো যন্ত্র-টয়,
আছে মোদের বিবেক-বুদ্ধি, আছে একটা হৃদয়।
এসো বিবেক জাগ্রত করি, খুঁজি জীবনের মানে,
জীবন যেন না ভাসায় কভু, স্বার্থ মোহের টানে।