পেটের খিদে  স্বপ্নকে ছাপিয়ে যায় যখন
জীবন তখন নিছকই যাপন!
সকাল-বিকাল খুচরো পয়সায় কিনি শৈশব।
বার্ধক্য সে-তো বিনামূল্যেই পাব।
জীবনের মাঝদরিয়ায় স্বেচ্ছায় ছুড়ে ফেললাম বইঠা,
জীবন-তরি বাইতে ভীষণ সাজা!
ইসরাফিলের শিঙ্গায় ফুঁক দেওয়ার পূর্বেই
এ-জীবন দেখেছে বহু মহাপ্রলয়!
এ-জীবনের হাশর দিবসের তেষ্টায়—
তুমি হাউজে কাওসারের পানি হয়ে এলে না!
না-জান্নাত, না-জাহান্নম, কোথাও যাচ্ছি না,
আমি আরাফেই রইব পড়ে।
তোমায় আপন করে না-পাওয়ার বেদনা
আমার ইহকাল-পরকাল দুকালই বরবাদ করে দেবে।


১৬.০২.২০২৩ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।