মিশে আছ তুমি আমার রক্তকণায়
‘তোমায় আমি ভুলে গেছি’— একথা কী মানায়!
তুমিও সব ভুলে আছ— একথা বলছি না
বহু দূরে আছি তবু রেখেছ বাহানায়,
‘তুমিও যে ভুলে গেছ’— একথাও কী মানায়!
স্মরণোৎসব চলবে, চলুক রঙিন স্বপ্নডানায়।


বহুদিন পর কোনো এক বিবর্ণ সন্ধ্যায়
কখনো দুজনার যদি দেখা হয়ে যায়
কথারা থামবে না শত ব্যস্ততায়
‘বন্ধুত্ব হয়েছে ফিকে’— একথা কী মানায়!


আষাড়ের বাদলঝরা কোনো একদিনে
তোমার বিদায় সংবাদ শুনি যদি কানে
অঝোরে ঝরবে ধারা হৃদয়ের কান্নায়
‘বন্ধুত্ব হয় না শেষ’— একথা জানাই।


তোমার আগে আমার যদি আসে মৃত্যুর ডাক
একটা কথা শোনো বন্ধু সব কথা থাক।
প্রথম কাতারে তুমি থেকো জানাজায়
তোমার থেকে নেব আমি অন্তিম বিদায়!


১৭.০৬.২০২৩ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।