ঋতুরাজ এসে আজি দাঁড়ায়ে দুয়ারে
চলো তবে ভাসি সেই আনন্দ-জোয়ারে।
চারিদিকে ফোটা ফুলে প্রকৃতিরা সাজে
বসন্তের আগমনী সুর কানে বাজে।
জীর্ণ শীত যাবে তবে চলে বহুদূর
কানে যেতে বসন্তের আগমনী সুর।
প্রকৃতির মেজাজেতে খুশি ভরপুর
দেখি হাসি প্রকৃতির— দৃষ্টি যতদূর;
চারিদিকে দেখি যেন জীবনের হলি
শত প্রাণ মিশে গেছে পূর্ণ কানাগলি।
বাসন্তী রং শাড়ি পরে এলোমেলো কেশে
যুগলদের দেখা মেলে পরিপাটি বেশে।
ঘোরাঘুরি ছবি তোলা আর খাওয়া-দাওয়া
জীবনের পালে যেন লেগেছেরে হাওয়া।
অনেকেই গালে-হাতে করে আঁকিবুঁকি
জীবনের সাধ আজি দিচ্ছে উঁকিঝুঁকি।
শত প্রাণে উদ্যমের লাগে আজি দোলা
বসন্তের আগমন যায় কী গো ভোলা!
এসো তবে ঋতুরাজ, এসো বারে বার
তোমাকেই বরণের গুণি যে প্রহর।
নিয়ে এসো সাথে করে আনন্দের বাণী
দূর করো পৃথিবীর যত হানাহানি।


০৩.০২.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।