গ্রীষ্মের রোজাদার ইফতারে যেমন শরবত চায়—
আমি তেমনি করে তোমায় পেতে চেয়েছি।
চৈত্রের খরতাপে পথিক যেমন ছায়া চায়—
আমি তেমনি করে তোমায় পেতে চেয়েছি।
তুমি ছিলে জীবনের অক্সিজেন।
তুমি ছিলে এক জীবনের যাবতীয় সব,
জানি আমি, জানে আমার রব।
আজ তুমি নেইকো কাছাকাছি,
কী আশ্চর্য!
তুমিহীন একলা একা চুটিয়ে বেঁচে আছি।


২০.০৮.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।