তুমি হয়তো দেখেছ কখনো দুমুখো সাপ,
ভয়ে আঁতকে উঠে বলেছ- ওরে বাপরে বাপ!
দৌড়ে গিয়ে লাঠি এনে তেড়ে গিয়ে কাছে
লাঠির আঘাতে সাপের দুমুখ দিয়েছ ছেঁচে।
কালসাপ বাপরে বাপ বুঝল মানুষের মার,
ভবলীলা সাঙ্গ হলো জগত মাঝারে তার।


দুমুখো মানুষ দেখছ কখনো জগত সংসারে?
সাপের মতো তারাও বিষমাখা ছোবল মারে।
বন্ধু বেশে কাছে এসে কানে গরল ঢালে,
প্রিয়জনকে কুজন বানায় মিষ্টি কথার ছলে।
সবার কাছে প্রিয় সাজে, বলে মিষ্টি মধুর কথা,
কেউ কোনো আঘাত পেলে, সেই যেনো পায় ব্যথা।
সবার কাছে এসে মিষ্টি কথায় করে পরচর্চা,
বন্ধু সাজতে অনিচ্ছাতেও করে কিছু খরচ-খরচা।


সমাজের সুসম্পর্কগুলো ভেঙে করে খান খান,
সবার কাছেই বলে একই কথা- তুমি আমার জান।
সুখের সংসারে দুঃখের আগুন লাগিয়ে দিয়ে রোজ,
মিথ্যে পানি ছিটায় শেষে, নেই সবার আগে খোঁজ।
ভাইয়ে-ভাইয়ে, বাপ-ছেলেতে লাগে যত গন্ডগোল
সবগুলোই ওই দুমুখো লোকের কারসাজির ফসল।


যেটা বলে, যেটাই করে, সবই করে নিজের স্বার্থে,
এসব লোকেরাই তো দুমুখো সাপ প্রকৃত অর্থে।
দিনশেষে সবাই বুঝতে পারে কেমন তুমি ছেলে,
সাপের মতো করবে লাঠিপেটা সময় সুযোগ হলে।