সুখে আছি, সুখে আছি, সুখে থাকার ভান ধরি!
বুকের মাঝে ব্যথা জমা, মিথ্যে খুশির গান ধরি!
যেদিকে যা-ই যাক না ঘটে, তাতে কী আর যায় আসে,
একটুও মুখ খুলবো নাকো, দুচোখ জুড়ে ভয় ভাসে।


ভয়ের সাথে সন্ধি করে জয়ের মালা পরতে চাই!
বেকার বেকার সাহস করে কে আর বলো মরতে চাই?
উট পাখির মতো আমি বালুতে মুখ গুজে থাকি,
ময়নার মতো কই না কথা, তাই তো জীবন আছে বাকি।


এই যে দাদা আমায় দেখুন, শান্ত-শিষ্ট ভদ্রলোক!
কোনো কিছুর ধার ধারি না, মাছের মায়ের পুত্রশোক!
সবকিছুই কম, কমেই খুশি, প্রেশার একটু চড়া,
মধ্যযৌবন, জোয়ান পোলা, তবু ঘাটের মড়া!


একূল-ওকূল দুকূল গেল, সব হারালাম সংসারে
বউ বলে, ‘হাড়মাস খেলো, শুধু শুধু ভং ধরে!’
সমাজের যেন বাতিল মাল, সংসারেতে ভোলাভালা,
বর্ণাঢ্য জীবন আমার,  বাকি শুধু পটোল তোলা।


২৩.০৭.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।