আমাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়,
কারণ, হৃদয় এখনো তাজা আছে,
পচে-গলে যায়নি।
স্বার্থের চাদরে যেসব ধান্দাবাজ হৃদয় লুকায়,
তারা কীভাবে বুঝবে হৃদয়ও কথা কয়!
লোভ-লালসার প্রলয়নৃত্য ও বিনাশী গান যদি—
বাজে তোমার কানে
তবে কীভাবে শুনতে পাবে মানবতার হাহাকার!
কারো ঘর-বাড়ি, সহায়-সম্বল, বেঁচে থাকার স্বপ্ন পুড়িয়ে
কারো বিশ্বাসের মূর্তি গুঁড়িয়ে
কারো কলিজার টুকরো গ্রন্থকে ইস্যু বানিয়ে
ধর্মীয় অনুভূতিকে শিশু বানিয়ে
তুমি কী প্রমাণ করতে চাও?
তুমি নিজেকে আর যা-ই ভাবো
হলফ করে বলতে পারি তুমি মানুষ হতে পারোনি।
যেহেতু তোমার কার্যকলাপ কোনো ধর্মের সংজ্ঞার্থই মানে না
তুমি ধার্মিক নও, বকধার্মিক!


তোমার কোনো জাত নেই—
না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ-খ্রিষ্টান
যদি কোনো জাত থেকেই থাকে, তবে— বজ্জাত।
তুমি কি জানো সবচেয়ে বড়ো জাত কোনটা?
মানুষ জাতি।
জেনে রেখো, মানুষ যদি একবার জেগে ওঠে
তুমি পালানোর পথ পাবে না, বজ্জাত।


১৮.১০.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।