ঘৃণা ভরা দুটি চোখ আমায় দেখে
ঘৃণা নিয়েই দুটি হাত আমায় ছোঁয়,
কী যাতনা উপেক্ষার অদৃশ্য বিষে
জানি না, কীভাবে বুঝিয়ে কই!


ঘৃণার সাথেই বেঁধেছি প্রেমের ঘর
সুখে-দুঃখেই চাই থাকতে বারোমাস,
কেমনে পোষ ওই বুকে অবহেলা
কেমনে করো জঘন্য ঘৃণার চাষ।


হেটে চলেছ জীবনের কানাগলি
অন্ধকারে আঙুলে আঙুল রেখে,
একটুও কি মনে জাগে না ভালোবাসা
চেনা মুখখানি বারবার চেয়ে দেখে?


হয়ত একদিন আমিই ক্লান্ত হয়ে
ছেড়ে যাব তোমায়— দূর বহু দূরে,
আসব না আর, ফিরব নাকো আর
ডাকো না যতই বড়ো সকরুণ সুরে।


০১.০১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।