আমিই না হয় ভুল করেছি—
নষ্ট মেয়ের কষ্ট মেখে ব্যথার নদে ঝাঁপ দিয়েছি
কার কী তাতে!
হয় আমি সাঁতরে সাঁতরে উতরে যাব ব্যথার নদী
নয় আমি মরব ডুবে মাঝ নদীতে
কার কী তাতে!
ধ্রুপদী কষ্টরা সব আমার থাকুক
কেউ কখনো নাইবা আমার খোঁজ রাখুক
আমি না-হয় অন্ধকারে একলা ঘরে
ধুকে ধুকে অগোচরে রইব পড়ে
কার কী তাতে!


প্রেমের সমাধি রচনা করে হেসে-খেলে—
খুব সহজে তারার মেলায় হারিয়ে গেলে
কার কী তাতে!
যদি আমার ব্যথার স্রোতে চক্ষু ভাসে
জীবনের পথ পিচ্ছিল হয় অনায়াসে
কার কী তাতে!


যা গেছে সব আমারি গেছে
তুমি তো আছ নিয়ন আলোয় ভীষণ বেঁচে!


১০.০৯.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।