আমায় ধোঁকা দিয়ে বোকা বানিয়েছ ঠিকই
কিন্তু, তুমি?
তুমি তো বিশ্বাসঘাতক হয়েছ।
নিজের বুদ্ধি অন্যের কাছে বন্দক দিয়েছ;
অন্যের কৃপাপ্রার্থী হয়ে তুমি আমার কাছে করো বাহাদুরি,
অন্যের কাছে তোমার মাথা বিকিয়ে দিয়ে-
আমার উঁচু মস্তক অবনত করতে উদ্যত হলে!


তুমি উমেদার প্রবঞ্চক, ফন্দিবাজ এবং নির্বোধ
যে দিকে বৃষ্টি পড়ে, তুমি সে দিকেই ধরো ছাতি
ক্ষমতায় আসীন নেতার সব কথায় দাও হাততালি;
সে তোমায় ভালো বলুক অথবা দিলে দিক গালি।


ক্ষমতার মোহে তুমি অন্ধ হয়ে গেছ,
তুমি বুঝতেই পারলে না;
তুমি আপাদমস্তক চাটুকার হয়ে গেছ।


তুমি মানুষ হতে চাওনি কোনোদিন,
নিজের মনুষ্যত্বকে প্রকাশ্যে বিকিয়ে দিয়ে
পেতে চেয়েছ ক্ষমতার নির্লজ্জ স্বাদ।


তোমার অগোচরে লোকে তোমার নামে থুতু ফেলে
তুমি জানো সবই;
এই ভেবে আনন্দ পাও যে, সামনে এলে করে তোষামোদ।


তোমার সামনে সবাই স্তুতি করলেও
সবার অন্তরে তুমি শয়তানের প্রতিমূর্তি।
এবার, তুমিই বলো- দিন শেষে তুমি কী হলে-
মানুষ নামের অমানুষ নও কি?