তোমার দেওয়া প্রতিটি জিনিস পরম মমতায়
সাজিয়ে রেখেছি প্রিয় শো-কেস জুড়ে
নিত্যদিন মুছে রাখি যেন ময়লা না পড়ে।
চোখে চোখে রাখি যেন হারিয়ে না যায়
আলতোভাবে ধরি যেন ভেঙে না যায়।


যদি কোনোদিন আমার শেষ বিদায়ের লগ্নে
আমায় তুমি একটি পলক দেখতে যদি আসো
তবে দেখবে— তোমার দেওয়া ‘অবহেলা’
কত সযতনে তুলে রেখেছি প্রিয় শো-কেস ভরে।
তুমি দেখতে পাবে— শত বিজয়ের ট্রফির পাশে
তোমার দেওয়া সোনালি অবহেলাগুলোও
স্বর্ণের মতো ঝলমল করছে।
তুমি কি সেদিন অনুশোচনায় কাঁদবে?
দোহাই লাগে লক্ষ্মীটি, কেঁদো না যেন
তোমার হাসিমাখা মুখটাই না হয় দিয়ো শেষ উপহার
শেষ বিদায়ের দিনে!


দুচোখের অশ্রু বিসর্জন দিয়ো না
আমার অন্তিমযাত্রার পথ পিচ্ছিল কোরো না
এ আমার অন্তিম ইচ্ছে!


১২.১০.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।