প্রাণের পিপাসা
— শফিকুল ইসলাম


গ্যালন গ্যালন বিশুদ্ধ পানি পান করছি প্রতিদিন—
পান করছি ফ্রিজে রাখা কোমল পানীয়,
বাদ দিচ্ছি না ফুটপাতের ঠান্ডা লেবু-শরবত।
তবুও আমার তৃষ্ণা মিটছে না।
অবশেষে বুঝলাম— এ তৃষ্ণা পানির নয়, প্রাণের।
তোমাকে দুচোখ ভরে দেখার তৃষ্ণা।
সাত সমুদ্রের জলে কী আর এ তৃষ্ণা মেটে!


দুপা বাড়ালেই অনন্তযৌবনা ভৈরব নদী
ষোড়শীর যৌবনের মতো ভৈরবেরও বাঁধভাঙা যৌবন
তার যৌবনসুধা পান করেও মিটছে না পিপাসা।
হৃদয়ের মাঠ চৈত্রের মাঠের ন্যায় ফেটে চৌচির
তোমার প্রেমের বর্ষণ ছাড়া এ হৃদয় হবে না উর্বর।


কারবালার প্রান্তরে পড়ে আছি শতাব্দীর পিপাসা নিয়ে।
তুমি আসবে কি?
তোমার প্রেমের ফোরাত নদী থেকে দুফোটা পানি দিয়ে
আমার মরণ পিপাসা মেটাতে!
নইলে এক পেয়ালা হেমলক দাও
পানির পিপাসা, প্রাণের পিপাসা মিটে যাক চিরতরে।


২৩.০৮.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।